একইদিনে মারা গেলেন জাতীয় দলের দুই ক্রিকেটারের বাবা
ছবি: সংগৃহীত
একইদিনে শোকের ছায়া নেমে এসেছে দুই আন্তর্জাতিক ক্রিকেটারের জীবনে। বাংলাদেশের এবাদত হোসেন চৌধুরী ও শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে হারিয়েছেন তাদের বাবাকে।
বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৮ বছর বয়সী এই সাবেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। হঠাৎ অসুস্থতা অনুভব করলে এবাদত নিজেই তাকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এবাদত বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনও কল্পনা করিনি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অন্যদিকে, ভেল্লালাগে তার বাবা মারা যাওয়ার খবর পান আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ জয়ের পর। ম্যাচে শেষ ওভারে মোহাম্মদ নবির কাছে টানা পাঁচ ছক্কা হজম করে ৩২ রান খরচ করেন ভেল্লালাগে। যদিও দলের ৬ উইকেটের জয়ে সেই চাপ কিছুটা কমিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষে লঙ্কান টিম ম্যানেজারের কাছ থেকে তিনি জানতে পারেন, তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন। সুরাঙ্গা নিজেও ছিলেন ক্রিকেটপ্রেমী। খেলেছেন প্রিন্স অব ওয়েলস দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে।
এদিকে, ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক জানিয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেন, ‘ভেল্লালাগের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। যার বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মারা গেছেন। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ শেষ হওয়ার পরপরই মর্মান্তিক সংবাদটি পেয়েছে সে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য