শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ

ভারতে গেলো আরও ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ

১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৪:০৮
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ১৮ দশমিক ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল। ফলে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে মোট ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিক টনের মধ্যে এখন পর্যন্ত এ পথ দিয়ে ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা বলেন, প্রতিটি চালান স্বাস্থ্য ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে পরীক্ষা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

বেনাপোল বন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার রপ্তানিকৃত ইলিশের মধ্যে মেসার্স সততা ফিশ ৩.৮ মেট্রিক টন, মেসার্স প্যাসিফিক সি ফুড ১.৬৩ মেট্রিক টন, মেসার্স এমভি সি ফুড ৪ মেট্রিক টন, মেসার্স তানিশা এন্টারপ্রাইজ ১.৩৬ মেট্রিক টন, মেসার্স এমএপি ইন্টারন্যাশনাল ৩ মেট্রিক টন এবং মেসার্স জেএস এন্টারপ্রাইজ ৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে। এর আগে মঙ্গলবার রাতে রপ্তানি হওয়া চালানে ছিল সততা ফিশ ৩.৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১.৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২.২ মেট্রিক টন, লাকি ট্রেডিং ১৬.৮ মেট্রিক টন এবং স্বর্ণালি এন্টারপ্রাইজের ৪ মেট্রিক টন ইলিশ। রপ্তানিকৃত এসব ইলিশ ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল আমদানি করছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দেশের ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশ নিচ্ছে।

এদিকে, একইদিন দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়েও প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেছে। যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান মোহাতাব অ্যান্ড সন্স এ চালান রপ্তানি করে। আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ভারতের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD