ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। বমি ও নিম্ন রক্তচাপজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় তার শরীরে “স্কোয়ামাস সেল কার্সিনোমা” ধরা পড়ে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমসিএনএন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৭০ বছর বয়সী বলসোনারোর শরীরের ক্ষতস্থান থেকে টিস্যু অপসারণের পর ক্যানসারের প্রাথমিক ধাপ শনাক্ত হয়। তার অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানান, এটি মাঝারি মাত্রার ক্যানসার এবং বর্তমানে “ইন সিটু” পর্যায়ে রয়েছে—অর্থাৎ অস্বাভাবিক কোষ শরীরে ছড়িয়ে পড়েনি। অস্ত্রোপচারই এ রোগের যথেষ্ট চিকিৎসা হবে বলে চিকিৎসকরা আশা করছেন।
বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন। বর্তমানে তার সেলাই ও ব্যান্ডেজ রয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে খোলা হবে।
২০২২ থেকে ২০২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়ে বলসোনারো গৃহবন্দি অবস্থায় রয়েছেন। সম্প্রতি তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিৎসার প্রয়োজনে তিনি বাসার বাইরে যেতে পারবেন।
তার সমর্থকরা বলছেন, স্বাস্থ্য পরিস্থিতির কারণে বলসোনারোকে কারাগারে না পাঠিয়ে বাড়িতেই সাজা ভোগের সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে, তার জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমার বাবা আগেও কঠিন লড়াই লড়ে জয়ী হয়েছেন, এবারও হবেন।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য