নির্বাচনে অংশ নিচ্ছেন না রাফি, জানালেন স্ট্যাটাসে
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভ্যারিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
এর আগে চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেলেন বাগছাসের চবি শাখার সদস্য সচিব আল মাসনূন। এমনকি সংগঠনটি নির্বাচনে অংশ নিবে না বলেও জানানো হয়েছিল। তবে নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে কেন্দ্রীয় নেতা খান তালাত মাহমুদ রাফির অংশগ্রহণ নিয়ে চাকসুর প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছিল আলোচনা-সমালোচনা। অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন রাফি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের আলোচিত সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি লিখেছেন, ‘আমি রাজনীতিতে নতুন, বিগত সময়ে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করছি না।’
তিনি লিখেছেন, ‘ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেকগুলো সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে। উনাদের প্রতি আমার সহযোগিতা থাকবে। এছাড়া অন্য কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক চাপের প্রশ্নই আসে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমার সংগঠনের শীর্ষনেতৃত্বের সাথে আলোচনা অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত।’
‘তাছাড়া নির্বাচনের বাহিরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কাজে প্রতিবারের ন্যায় আমার সরব অংশগ্রহণ থাকবে’ উল্লেখ করে রাফি আরও লিখেছেন, ‘আমি সাংগঠনিক কাজে মনোযোগ চাই। আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা আমার কাছে মূখ্য বিষয়। যারা আমাকে উৎসাহ জুগিয়েছিলেন, সাহস দিয়েছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমার আজীবন কাম্য। আমিও মানুষ, আমারও ভুল হয়। আপনাদের আলোচনা সমালোচনায় সকল ভুল শুধরে নিয়ে প্রতিনিয়ত নতুন করে আগামীর পথ চলতে চাই। আমাকে দোয়ায় রাখবেন। দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে। ইনকিলাব, জিন্দাবাদ।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য