
বন্ধ মিটারেও বিল বিদ্যুৎ এলো ১ লাখ ৬৭ হাজার টাকা

কুমিল্লায় বন্ধ বিদ্যুতের মিটারে ভুতুড়ে বিল এসেছে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অন্য এক গ্রাহকের বিল ভুলবশত ওই মিটারের নম্বরে যুক্ত হয়েছিল, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
ভুক্তভোগী তানজিদা আক্তার কুমিল্লা নগরীর ছোটরা কলোনির বাসিন্দা। পাঁচ বছর আগে তার দুই কক্ষের বাড়ি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের আবেদন করেন। কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করলেও পুরনো মিটারটি বাড়িতে থেকে যায়। এরপর থেকে নিয়মিত ৪০-৪৫ টাকা মিটার ভাড়া বাবদ বিল আসছিল।
গত আগস্ট মাসে ওই বন্ধ মিটারে হঠাৎ ১ হাজার ৪৭০ টাকার বিল আসে। এরপর চলতি মাসের ১৪ সেপ্টেম্বর আবারও আসে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকার বিল। এতে হতবাক হয়ে তানজিদা বিষয়টি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি অভিযোগ করেন, পুরনো মিটারটি বন্ধ থাকলেও নিয়মিত ভাড়া দিতে হচ্ছে। এর মধ্যেই ভুতুড়ে বিল পাঠানো দায়িত্বে অবহেলার শামিল। তিনি ঘটনার তদন্ত ও জবাবদিহি দাবি করেছেন।
এ বিষয়ে কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অন্য এক গ্রাহকের বিল ভুলবশত এই মিটারের সঙ্গে যুক্ত হয়েছিল। এটি সত্যিই দুঃখজনক। আমরা তদন্ত করে দ্রুত সমাধান করেছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য