পঞ্চম প্রজন্মের মাইফাই এসএসডি এখন দেশের বাজারে
ছবি: সংগৃহীত
বাংলাদেশের একমাত্র পরিবেশক ব্রাইট ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাইফাই (Miphi)সেমিকন্ডাক্টর আনুষ্ঠানিকভাবে তাদের নতুন প্রজন্মের Gen-5 NVMe উন্মোচন করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এই Gen-5 NVMe উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মাইফাই (Miphi)সেমিকন্ডাক্টরের সিইও মি. প্রসাদ বালাকৃষ্ণন ও হেড অব সেলস মি. সচিন শর্মা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাইট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা হুরে জান্নাত, সিইও মি. আব্দুল খালেক ও হেড অব বিজনেস মি. মনিরুজ্জামান।
মাইফাই (Miphi)সেমিকন্ডাক্টরের সিইও মি. প্রসাদ বালাকৃষ্ণন বলেন, জেন ৫ আমাদের গেমার্স এবং হাই কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইনারদের জন্য দ্রুতগতির স্টোরেজ সলিউশন নিয়ে কাজ করবে।
হেড অব সেলস মি. সচিন শর্মা বলেন, বাংলাদেশে ব্রাইট ইন্টারন্যাশনালের সাথে সাটা এসএসডি- জেন ৩, জেন ৪ নিয়ে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় জেন ৫ এনভিএসই বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে। আশা করছি বাংলাদেশের মার্কেটে তাইওয়ানের এই প্রযুক্তি সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করবে এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করবে।
অনুষ্ঠানে ব্রাইট ইন্টারন্যাশনালের সিইও আব্দুল খালেক বলেন, ব্রাইট ইন্টারন্যাশনা এবং মাইফাই সমগ্র বাংলাদেশের সেমিকন্ডাক্টর বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্রাইট ইন্টারন্যাশনালের ফাউন্ডার এবং প্রোপাইটার হুরে জান্নাত পার্টনারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সঙ্গে আমাদের এই দৃড় বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
এছাড়া অনুষ্ঠানে স্টারটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি. জাহেদ আলী ভুঁইয়া, রায়ানস কম্পিউটার এর প্রোডাক্ট ম্যানেজার মাকসুদুল হাসান অন্যান্য চ্যানেল পার্টনাররা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, পণ্য উপস্থাপনা, পার্টনার সম্মাননা ও আলোচনাসভা ঘিরে আয়োজিত এই অনুষ্ঠান বাংলাদেশের বাজারে উচ্চক্ষমতাসম্পন্ন স্টোরেজ সমাধান পৌঁছে দিতে ব্রাইট ইন্টারন্যাশনাল ও মাই ফাই (Miphi)সেমিকন্ডাক্টরের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য