প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

ছেলের সঙ্গে বুবলীর খুনসুটি, ভিডিও করলেন শাকিব খান

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২:৫৮

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কখনো কমে না। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ও পরিবার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে থাকে। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই তারকা দম্পতি।

গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও বুবলী হাত ধরাধরি করে হেঁটে আলোচনায় এসেছিলেন।

এবার নতুন করে তারকা জুটি আলোচনায় আসলেন। ছেলের সঙ্গে খুনসুটির একটি রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন বুবলী। যেখানে দেখা যায়, মা-ছেলের খুনসুটি, আর ভিডিও করেছেন শাকিব খান।

ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।’

ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর। এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব।

তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য