হ্যান্ডশেক না করা ইস্যুতে পাকিস্তানের চিঠির জবাব দিলো আইসিসি
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের উত্তেজনা ছাপিয়ে এবার বিতর্ক জন্ম নিয়েছিল ‘হ্যান্ডশেক’ ইস্যুতে। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে হাত মেলাতে নিষেধ করা হয়েছিল, এমন অভিযোগ তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ঘটনার জন্য তারা সরাসরি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে তাকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানায়।
তবে এই বিতর্কের অবসান ঘটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পিসিবির অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, আইসিসি এক চিঠির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ম্যাচ রেফারি পাইক্রফট কোনো পক্ষপাত করেননি।
আইসিসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, টসের সময় কোনো হ্যান্ডশেক হবে না, এমন নির্দেশ পাইক্রফটকে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারা, যারা মাঠে উপস্থিত ছিলেন। তাই ম্যাচ রেফারি ভারতের পক্ষে কাজ করেছেন বলে পাকিস্তানের যে ধারণা, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে পিসিবির চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভি সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে বলেন, আইসিসি কোড অব কনডাক্ট ও এমসিসির ক্রিকেটীয় চেতনা বিধিমালা লঙ্ঘন করায় ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি। এশিয়া কাপ থেকে সেই ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে।
এই পোস্টের ঘণ্টাখানেক পর আরেক পোস্টে তিনি লেখেন, দেশের সম্মান ও মর্যাদার চেয়ে কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।
এদিকে ভারতের হাত না মেলানো বিষয়টির অভিযোগ করেও ম্যাচ রেফারির কোনো সাড়া পায়নি পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানায়, টিম ম্যানেজার নাভিদ চীমা ভারতীয় খেলোয়াড়দের করমর্দন না করার আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এটি খেলার চেতনার পরিপন্থী ও অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিবাদ স্বরূপ আমরা অধিনায়ককে ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে পাঠাইনি।
এমন পরিস্থিতিতে ভারতও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে উল্লেখ করে, এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না মহসিন নকভির হাত থেকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি নকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। সেই কারণেই ভারত চ্যাম্পিয়ন হলে তার হাত থেকে সূর্য ট্রফি নেবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।
মহাদেশীয় টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন হলেই নয়, ফাইনালে উঠলেও ভারতীয় দল পুরস্কার বিতরণের মঞ্চে উঠবে না। ফাইনালে হেরে গিয়ে রানার্স হলে হয়তো সেই ট্রফি নকভি দেবেন না। কিন্তু যেহেতু তিনি মঞ্চে থাকবেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যদি ভারত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ওঠে, তা হলে ভারতীয় ক্রিকেটারেরা নকভির সঙ্গে পুরস্কার মঞ্চে থাকবেন না। এসিসি প্রধান হিসেবে নকভিরই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়ার কথা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য