ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন ‘অ্যালেন স্বপন’
ছবি: সংগৃহীত
ওটিটি প্ল্যাটফর্মে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান এবার হাজির হলেন একেবারে ভিন্ন রূপে-ভিক্ষুকের চরিত্রে। আর সেই চরিত্রে অভিনয় করতে গিয়েই ঘটে গেল এক মজার ঘটনা। সত্যিই হাতে চলে আসে ৫০০ টাকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির জানান, সীমিত বাজেটের কারণে ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় শুটিং করা হয় ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এর। তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘুরতে ও ভিক্ষা চাইতে বলা হয়। অনেকেই তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে টাকা দেন।
নাসির বলেন, প্রথম দিনের শুটিংয়ে গেটআপ একেবারে চরিত্রের মতো ছিল। পরিচালক দূরে ছিলেন। আমাকে পাঠানো হলো ভিক্ষা করতে। মানুষের কাছে গিয়ে হাত পাতছিলাম। অনেকে এড়িয়ে গেলেও কেউ কেউ টাকা দিলেন। শেষে দেখি বেশ কিছু টাকা জমেছে।
প্রথম দৃশ্যেই কত টাকা হাতে পান? প্রোডাকশনের ছেলেকে গুনতে দিই। দেখা গেল প্রায় পাঁচ শত টাকা হয়েছে। তখন মনে হচ্ছিল, বাহ, এ তো ভালো লাভ! কম সময়ে ভিক্ষা করে ভালো টাকা আয় করা যায়-এটাই ভাবছিলাম, বলেন নাসির।
তবে তিনি যোগ করেন, এটা সহজ মনে হলেও এখানে একধরনের অসম্মান রয়েছে। সবাই এটা করতে পারে না। অন্যের কাছে হাত পাততে গিয়ে যে অস্বস্তি তৈরি হয়, সেটা সত্যিই ভিন্ন অভিজ্ঞতা।ওয়েব সিরিজের পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিংয়ে পাওয়া টাকাগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। ‘নয়া নোট’-এর গল্প মূলত ভিক্ষা ঘিরে এগোয় এবং জীবনের নানা উপলব্ধি সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এই সিরিজে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া। এটি ইতিমধ্যেই আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য