জুলাই আন্দোলনে নারিয়ে দেয়া ছবির সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় প্রিজনভ্যান থেকে হাত বাঁধা অবস্থায় নামানো সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ এখন গর্বিত ছোট ভাই। তার বড় ভাই মাজহারুল ইসলাম (ফাহিম) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন।
১৭ বছর বয়সে ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকাকালীন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন ফাইয়াজ। সেই সময় তার হাত বাঁধা, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা ছবিটি ভাইরাল হয়ে সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।
ফাইয়াজ তিন ভাইয়ের মেজ। তার বড় ভাই মাজহারুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস পদে বিজয়ী হন।
ভাইয়ের এই অর্জনে উচ্ছ্বসিত ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম— আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেছিলেন, ‘ফাহিম’। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।”
ফাইয়াজ আশা প্রকাশ করেছেন, তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষা এবং মতামতের বৈচিত্র্য নিশ্চিত করতে আপসহীন থাকবেন।
মাজহারুল ইসলামের বিশ্ববিদ্যালয় জীবনের নানা ভূমিকা উল্লেখ করে ফাইয়াজ লিখেছেন, তিনি বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের সিইউও ও ক্যাডেট ইনচার্জ ছিলেন, এছাড়া বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও অ্যাকাডেমিক সংগঠনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফাইয়াজ জানান, “সেই সময় ভাইয়া ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে নির্যাতন করে ভাইয়ার অবস্থান জানতে চেয়েছিল। আমি কিছু না বলায় তারা মোবাইল ট্র্যাক করে ভাইয়ার খোঁজ করার চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়ার কৌশলের কারণে তাকে ধরতে পারেনি।”
পোস্টের শেষে ফাইয়াজ সবার কাছে দোয়া প্রার্থনা করে লেখেন, “আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে যেন জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় হিসেবে গ্রহণ করেন। আল্লাহ যেন ভাইয়ার লক্ষ্য ও উদ্দেশ্য কবুল করেন।”
গত ১১ সেপ্টেম্বর জাকসুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। টানা ৪৪ ঘণ্টা ভোট গণনার পর শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য