শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ

ইউআইটিএস-এ শরৎকালীন সেমিস্টার ২০২৫-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৫:২৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শরৎকালীন সেমিস্টার ২০২৫-এর শিক্ষার্থীদের নবীনবরণ অদ্য ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি., রবিবার সকাল ১০:০০ টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়।

আইন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও পিএইচপি ফ্যামিলির সদস্য জনাব নুভেদ মিজান ইকবাল।

মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও জ্ঞান আহরণের কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে জ্ঞান অর্জনে আগ্রহী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির সদস্য জনাব নুভেদ মিজান ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান উপকরণ ও সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে তাদের কাছ থেকে সর্বোত্তম শিক্ষা গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় আলোচনাপর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকর্নিদেশনামূলক বক্তব্য রাখেন লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সম্মানিত ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুস্তাকিম মুবিন এবং না’তে রাসুল (সা.) পরিবেশন করেন মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝ থেকে মোঃ জুবায়ের আহমেদ (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ), তাইয়াবা আফরোজ (বিজনেস অনুষদ), রাতুল আহমেদ নিয়ন (লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ), ও মোঃ নাদিমূল ইসলাম মন্ডল (আইন অনুষদ) তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মোঃ রাফি সরকার, বিজনেস অনুষদের খাদিজা পারভিন সায়মা, আইন অনুষদের সামিউল সাইফুল্লাহ, এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সাজিয়া নূরতাজকে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানান ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানটি আয়োজন ও সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad