বিএনপি ক্ষমতায় এলে খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হবে: টুকু
ছবি: সংগৃহীত
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খড়া মৌসুমে পানি না পাওয়ায় জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করেছেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অনেক উপকার হয়েছিল। তারেক রহমানও বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গোসাইবাড়ী কুমুল্লী এলাকায় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। বিএনপি নির্বাচিত হলে, স্কুল কলেজ, রাস্তা ঘাট, মাদরাসা, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন করা হবে।
টুকু বলেন, নারীদের সম্মানিত করতে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। সবার বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। সেই ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে, যাতে সংসার চালাতে সুবিধা হয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে টাঙ্গাইলের উন্নয়ন করা হবে। নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে ডা. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য