লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪:৪৭

ছবি: সংগৃহীত

লন্ডনে এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপদেষ্টার গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করছেন। এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। 

জানা গেছে, শহরটির কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয় (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাস থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি কালো বিএমডব্লিউ গাড়ি বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেটির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। পরে উপদেষ্টার গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন তারা। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য