শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ

আইইউবিএটি’তে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক স্পোর্টস অবজারভেশন সপ্তাহ

১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫:৪৭
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রোগ্রাম অফিস ও আন্তর্জাতিক ছাত্র কমিটির উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক স্পোর্টস অবজারভেশন সপ্তাহ।

সম্প্রতি দুই দিনব্যাপী খেলায় অংশ নেয় ১৫টি দেশের শিক্ষার্থীরা। খেলায় তারা ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা প্রদর্শন করেন।

ফুটবলের ফাইনাল খেলায় টিম এ টিম বি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সোমালিয়ার বুল্লে খ্যাত খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ খেতাব অর্জন করেন—তার পাঁচটি গোল ছিল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। একই দিনে অনুষ্ঠিত নারী বাস্কেটবলের ফাইনালে টিম ইয়েলো টিম রেডকে হারিয়ে বিজয়ী হয়। ভুটানের রাইকা খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব এবং প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মমতাজুর রহমান, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উৎপল কান্তি দাস, আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. সাদেকুল ইসলাম, ইংরেজি ও আধুনিক ভাষাবিদ্যার সমন্বয়কারী সহকারী অধ্যাপক ফরহাদ হোসাইন, অ্যালামনাই ও প্লেসমেন্ট বিভাগের সহকারী পরিচালক আল আমিন শিকদার শিহাব, সহকারী পরিচালক মাজাদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আইইউবিএটির এ আয়োজন শিক্ষার্থীদের বহুসাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করেছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেলবন্ধনে নতুন মাত্রা যোগ করেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD