শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে হল বা অ্যাকাডেমিক ভবনের নামকরণের দাবি

১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৫:০৬
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত অধ্যাপক, গবেষক ও বরেণ্য আলেম ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে এখনো কোনো অ্যাকাডেমিক ভবন বা আবাসিক হল না থাকাকে ‘শূন্যতা’ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে কোনো একটি স্থাপনার নামকরণের আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত সিরাত সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তবে হৃদয়ে যে শূন্যতা অনুভব করেছি, তা হলো- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নামে কোনো অ্যাকাডেমিক বা আবাসিক হল নেই।”

তিনি আরো লেখেন, “ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর শুধু প্রাজ্ঞ আলেমই ছিলেন না, ছিলেন দরদী সমাজ সংস্কারকও। শিরক, বিদআত ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আজীবন তিনি দেশবাসীকে সচেতন করেছেন এবং অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। একইসাথে বিভক্ত জাতিকে ঐক্যের পথে নিয়ে আসা এবং মধ্যমপন্থার শিক্ষা দেওয়ায় তিনি ছিলেন অনন্য।”

শায়খ আহমাদুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক থাকলেও ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো এতটা গণমুখী, জনবান্ধব ও সর্বজন শ্রদ্ধেয় লেখক-গবেষক বিরল। কর্মের গুণে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেননি; বরং ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারা দেশ ভ্রমণ করেছেন। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কেও তিনি দেশব্যাপী পরিচিত করেছেন।”

তার ভাষায়, “স্যারের রেখে যাওয়া মৌলিক গবেষণা ও হীরক তুল্য রচনাগুলো তাকে অমর করে রাখবে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো স্থাপনার নামকরণ তার নামে করা হয়, তবে সেটি হবে তার অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।”

উল্লেখ্য, গতকাল (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবি (সা.) উপলক্ষে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল (সা.)’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আহমাদুল্লাহ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD