শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ণ

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করল লিগা পর্তুগাল

১১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২২:০২
ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল লিগের পক্ষ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেয়া হলো বিশেষ স্বীকৃতি। বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে ভূষিত করা হয়েছে ‘সর্বকালের সেরা’ পুরস্কারে। ইএসপিএন

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল। নিজের রেকর্ডবহুল ক্যারিয়ারে এদিন আরও একটি ব্যক্তিগত অর্জন যোগ করলেন তিনি।

লিগা পর্তুগাল জানায়, কোটি মানুষের আদর্শ তিনি। এক যুগকে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্ব ফুটবলে রেখে যাবেন অমোচনীয় ছাপ। সোনালী অধ্যায়গুলো তিনি এখনো লিখে চলেছেন, আর তারই স্বীকৃতি হিসেবে সিআরসেভেন পেলেন ‘সর্বকালের সেরা’ খেতাব।

তাদের মতে, শুধু পরিসংখ্যান নয় কঠোর পরিশ্রম, প্রতিযোগিতামূলক মানসিকতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তে দক্ষতা দেখানোর জন্য রোনালদো ফুটবলে এক অনন্য প্রভাব রেখেছেন। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা ও গণমাধ্যমে উপস্থিতি মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এক স্থায়ী উত্তরাধিকার।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বর্তমানে সৌদি আরবের আল নাসরে খেলছেন। তবে ৪০ বছর বয়সী এ তারকা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ভিডিও বার্তায় তিনি বলেন, সর্বকালের সেরা খেলোয়াড়ের এই পুরস্কারের জন্য লিগাকে ধন্যবাদ জানাই। দেশের হয়ে এমন কিছু পাওয়া আমার জন্য বিশাল সম্মান। আমার সতীর্থ, কোচ ও সবাইকে ধন্যবাদ, যারা আমাকে এই অর্জনে সাহায্য করেছেন।

এদিকে, সপ্তাহের শুরুতে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন। হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের ৩-২ গোলের জয়ে তিনি করেছেন নিজের ৩৯তম গোল। এতে তিনি গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।

অন্যদিকে, সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেস টানা দ্বিতীয়বারের মতো পর্তুগিজ লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। স্পোর্টিং সিপির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর সম্প্রতি আর্সেনালে যোগ দিয়েছেন তিনি।

গত মৌসুমে গিয়োকেরেস সব প্রতিযোগিতা মিলিয়ে স্পোর্টিংয়ের হয়ে করেছেন ৫৪ গোল, যার মধ্যে ৩৯টি এসেছে লিগে। তার গোলেই স্পোর্টিং ধরে রাখতে পেরেছিল শিরোপা।

পুরস্কার জয়ের পর তিনি বলেন, লিগা পর্তুগালের ২০২৪-২৫ মৌসুমের সেরা খেলোয়াড়ের এই অসাধারণ পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। স্পোর্টিংয়ের খেলোয়াড়, স্টাফ ও ভক্তদের ধন্যবাদ, যাদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। মৌসুমটা ছিল অবিস্মরণীয়, আমরা একসঙ্গে লিগ ও কাপ জিতেছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD