আন্দোলনের নামে লুটপাট, হামলা বন্ধ করুন: নেপালের সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সরকারবিরোধী আন্দোলনের নামে লুটপাট ও সহিংসতার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। নেপালে সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেনারেল সিগদেল সতর্ক করে বলেন যে, আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট বা সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৫৮ বছর বয়সী জেনারেল সিগদেল আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, জাতীয় ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা করতে হবে এবং সাধারণ জনগণ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তিনি সহিংসতায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন যে, নেপাল সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। এই খবরটি এনডিটিভি থেকে নেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ১৯ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হলেও এই আন্দোলন দ্রুতই সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
আন্দোলনকারীরা নিজেদের ‘জেন জেড’ নামে পরিচয় দিচ্ছেন এবং তারা সরকারের দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক নেতাদের বিলাসবহুল জীবনযাপনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
আন্দোলনকারীদের একাংশ সরকারি ভবন এবং রাজনীতিবিদদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ নাগরিক ও রাষ্ট্রীয় সম্পদের মারাত্মক ক্ষতি করছে। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর এই কঠোর সতর্কবার্তা এবং রাজনৈতিক অস্থিরতা নেপালের সামনে নতুন অনিশ্চয়তার দ্বার খুলে দিয়েছে।
সূত্র: এনডিটিভি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য