জনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি’র আমানত ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে এ অর্জন উদযাপন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাশাপাশি অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সকল শাখার নির্বাহী ও ব্যবস্থাপকবৃন্দ সংযুক্ত ছিলেন।
দেশের আর্থিক খাতের দুঃসময়েও জনতা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও সমর্থনের জন্য ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, সকল কর্মকর্তা ও কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা ও অবিরত পরিশ্রমের ফলে জনতা ব্যাংক কাঙ্ক্ষিত এ মাইলফলকে পৌঁছেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য