প্রেমের টানে চীন থেকে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন যুবক
ছবি: সংগৃহীত
এবার রাজবাড়ীতে প্রেমের টানে চীন থেকে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ঝং কেজুন (৪৬)। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন।
জানা গেছে, এক বছর আগে চীনের সোশ্যাল মিডিয়া লিটল রেড বুক-এ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের অটোচালক বাবু খানের মেয়ে মোছা. রুমা খাতুনের (২১) সঙ্গে পরিচয় হয় ঝং কেজুনের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে বাংলাদেশে আসেন ঝং কেজুন।
গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে রুমা খাতুনকে বিয়ে করেন তিনি। পরে মসজিদের ইমামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি রুমার বাড়িতেই অবস্থান করছেন।
নোটারি পাবলিক সূত্রে জানা যায়, ঝং কেজুন চীনের গুয়াংসি লিউঝো শহরের বাসিন্দা এবং পেশায় চাকরিজীবী।
রুমা খাতুন বলেন, “আমি এসএসসি পাশের পর আর পড়ালেখা করিনি। এক বছর আগে লিটল রেড বুকে আমাদের পরিচয় হয়। পরে আমরা দুজন বিয়ের সিদ্ধান্ত নেই। ঝং কেজুন প্রথমে বাংলাদেশে এসে আমার বাড়িতে আসেন। কিন্তু পরিবার রাজি না থাকায় ফরিদপুরে চলে যান। পরে পরিবারের সম্মতিতে ২ সেপ্টেম্বর কোর্টে বিয়ে করি। এখন আমরা সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই।”
রুমার বাবা বাবু খান বলেন, “প্রথমে আমি এ বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাই ও পরিবারের লোকদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেই। মেয়ে রাজি থাকায় বিয়ে হয়েছে। এখন জামাই আমার বাড়িতেই আছে। সে জানিয়েছে মেয়েকে চীনে নিয়ে যাবে।”
স্থানীয়রা জানান, চীনের এক যুবক এসে বিয়ে করে সংসার করছে—এ খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বহু মানুষ কৌতূহলবশত তাদের দেখতে আসছেন। দিন যত যাচ্ছে দর্শনার্থীর ভিড়ও তত বাড়ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য