
তারেক রহমানের বিড়ালের সাথে খুনসুটি, ছবি ভাইরাল

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের প্রিয় বিড়ালের সঙ্গে ছবি প্রকাশ করেছেন। রোবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যায়, কম্পিউটারে কাজ করতে করতে তিনি বিড়ালকে আদর করছেন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ছবিটি ভাইরাল। দলীয় নেতাকর্মীরা সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
বিশেষজ্ঞরা বলছেন, ‘বিড়ালপ্রীতি’ কোমলতা ও জনবান্ধবতার প্রকাশ। এ ছাড়াও বাংলায় ‘বিড়ালের মতো চলাফেরা’ বলতে গোপনীয় বা কৌশল বোঝানো হয়। কৌশলগত পদক্ষেপের একটি অংশ হিসেবে বিড়ালকে প্রতীকী ধরা হয়ে থাকে।
তারেক রহমানের বিড়ালের ছবি রাজনৈতিক বার্তারই কোনো অংশ কি? তিনি কী বার্তা দিচ্ছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা।
অবশ্য, রাজনীতিবিদদের বিড়ালপ্রীতি নতুন নয়। পৃথিবীর বিভিন্ন দেশে খ্যাতনামা রাজনীতিকদের বিড়াল বা কুকুরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিংবা কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন উদাহরণ তৈরি করেছেন। তাদের মতে, এ ধরনের ছবি সফট পাওয়ার পলিটিক্সের প্রতীক।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য