জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
অযাচিত ভাবে কিছু সংখ্যক রাজনৈত্তিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণ যোগ্য হবে। কারন এ নির্বাচনটি দেশের সাধারণ মানুষের বহুদিনের একটি চাওয়া। এ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ পাবে তাদের কাঙ্খিত নেতাকে ।
দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে মহাসচিব বলেন, এ সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।
তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য