শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ণ

ইউআইটিএস-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০২:৩৮
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে অদ্য ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. শনিবার দুপুর ০১:৩০ মিনিট দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিসেবে পালন করেন।

অনুষ্ঠানে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম সম্পর্কে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া ও মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে নাত-এ-রাসূল পরিবেশন করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সুমন এবং অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মশিউর রহমান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন, সহকারি প্রক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম ও জনাব সাব্বির হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আশরাফুল হক-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অত্যন্ত তাৎপর্যমন্ডিত আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের শেষে সমস্ত মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে আজকের এই বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD