প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

৬ সেপ্টেম্বর ২০২৫, ১:০৬:০৫

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছে।  শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এরমধ্যে গুরুতর আহত দুই জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত। তবে, গুলিবিদ্ধের ঘটনা জানা নেই।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য