সারওয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টার আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সারওয়ার আলমের বিভিন্ন কর্মজীবনের ঘটনা তুলে ধরেন। তিনি লিখেন, সারওয়ার একসময় র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে দেশজুড়ে প্রশংসিত হলেও শক্তিশালী দুর্নীতিবাজ চক্রের বাধার কারণে তার প্রমোশন আটকে দেয়া হয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বদলি করা হয়।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোভিডের সময় প্রবাসীরা ভ্যাকসিনের জন্য মন্ত্রণালয়ের অবরোধ সৃষ্টি করলে সারওয়ার আলম তাদের শান্ত করেন এবং প্রয়োজনীয় আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোয়ালন্দে নুরুল হকের মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
ড. আসিফ লিখেন, তার আশ্বাসে ম্যাজিকের মতো কাজ হলো। কর্মীরা অবরোধ প্রত্যাহার করে চলে গেল। সারওয়ার নিজ রুমে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাল। এ ঘটনা বলার সময় চোখ মুছলো সে। আমরাও তাই করলাম।
তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর সারওয়ার আলম ছিলেন একমাত্র কর্মকর্তা যিনি আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কাজের প্রতি মনোযোগ দেখান। তার সহায়তায় প্রবাসী কর্মীদের ছাড়পত্র সম্পূর্ণ ডিজিটালাইজ করা, মালয়েশিয়ায় মাল্টিপল ভিসা কার্যক্রম, জাপান ও কোরিয়ার বাজার উন্মুক্তকরণ এবং প্রবাসী লাউঞ্জ স্থাপনের মতো বড় পদক্ষেপ নেয়া সম্ভব হয়েছে।
ড. আসিফ নজরুল লেখেন, আমরা লক্ষ্য যা ঠিক করেছি তার অর্ধেকের মতোই করতে পেরেছি। সেই মাঝেই সারওয়ারকে সিলেটে জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু সিলেটি বন্ধু ও পরিচিত মহলে তার নতুন দায়িত্বকে নিয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
তিনি নিজে এ ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, সারওয়ার আলমের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন খবর প্রচার হয়েছে যা তিনি পুরোপুরি প্রতিকার করতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, সারওয়ার পেশাদারিত্ব, সততা, সাহস এবং কর্মনিষ্ঠার জন্য দেশের মানুষ তাকে ভালোবাসে।
ড. আসিফ শেষমেষ লিখেছেন, সারওয়ার, আপনাকে মিস করি। জুনিয়র অফিসাররা আপনার মতো পেশাদার এবং নিষ্ঠাবান হতে শিখুক।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য