
মাত্র ১৩৮ টাকায় মাঠে বসে দেখা যাবে ওয়ানডে বিশ্বকাপ

নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিটের দাম এবার দর্শকদের জন্য হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে সাশ্রয়ী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাত্র ১০০ ভারতীয় রুপিতে (প্রায় ১.১৪ ডলার) খেলা উপভোগ করা যাবে মাঠে বসে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ মাত্র ১৩৮ টাকা।
এর আগে, ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৭ এনজেডডি (প্রায় ৩৫০ রুপি বা ৪.৪৫ ডলার) এবং প্রাপ্তবয়স্কদের জন্য ১৭ এনজেডডি (প্রায় ৮৫০ রুপি বা ১০ ডলার)। অর্থাৎ, এবারের টিকিটের দাম গতবারের তুলনায় প্রায় সাড়ে আট গুণ কম।
আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের গৌহাটিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। এবারের আসরে অংশ নিচ্ছে মোট আট দল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এবার পুরস্কারের অঙ্কও বাড়িয়েছে আইসিসি। মোট পুরস্কার নির্ধারণ করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় চার গুণ বেশি। এমনকি এটি পুরুষদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
ইতিহাসের সবচেয়ে সাশ্রয়ী টিকিটমূল্য এবং সর্বোচ্চ পুরস্কারের আসর হিসেবে এবারের নারী বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে ভিন্নমাত্রার উৎসাহ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য