নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, চিকিৎসকরা তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন।
তবে হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থীর কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়— হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করার।
এদিকে, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে। অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশনকে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যয় ও জনবল দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৩০ কার্যদিবসের মধ্যে কমিশনকে প্রতিবেদন দাখিল করতে হবে। কমিশনের দায়িত্ব হলো ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় জানানো।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য