শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ণ

তাহসানের বাবা হওয়ার খবর সত্য নয়

৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯:০৬
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গায়কের কোলের দ্বারপ্রান্তে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এতে দাবি করা হয়―কোলের শিশুটি রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এ ছবিটি ও দাবি ছড়িয়ে পড়তেই বিব্রতকর মুখে পড়েন সংগীতশিল্পী তাহসান খান। জানান, এটি একদমই ভিত্তিহীন। কয়েক বছর আগের একটি ছবি এটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।

এ গায়ক বলেন, ছবিটি তিন বছর আগের এবং সামনে কোলে থাকা শিশুটি আমার এক ছোট ভাইয়ের। তখন ওই শিশুকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম। তখনকার ছবি এটা।

তাহসান খান জানান, সোশ্যাল মিডিয়ায় এভাবে কোনো কিছু যাচাই-বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া মোটেও ঠিক নয়।

এদিকে সংগীত ক্যারিয়ারের ২৫ বছর চলছে তাহসান খানের। ১৯৯৮ সালে অল্টারনেটিভ রক ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু হয় তার। সংগীতের রজতজয়ন্তী উপলক্ষে এ বছরের সেপ্টেম্বর মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি কওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ওই সময় গায়ক জানান, বিয়ে করেছেন তিনি। সন্ধ্যায় দেশেই বিয়ের পর্ব সেরেছেন। রোজার সঙ্গে চার মাসের পরিচয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারা দু’জনই নিজেদের পছন্দের কথা একে অপরকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD