বাংলাদেশের আজিজ খান সিঙ্গাপুরের ৪৯তম ধনী
ছবি: সংগৃহীত
এবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর যে তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আজিজ খানের অবস্থান আগের বছরের তুলনায় আট ধাপ পিছিয়ে ৪৯তম হয়েছে। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। তিনি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।
২০২৪ সালের হিসাবে ফোর্বসের তালিকা অনুযায়ী, মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। দুই বছরের আগের চেয়ে আজিজ খানের সম্পদ কিছুটা কমেছে।
কয়েক বছর ধরেই ধনাঢ্য এই বাংলাদেশি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আছেন। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে মুহাম্মদ আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ফোর্বসের ২০২২ সালের তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনীর মধ্যে তার অবস্থান ছিল ৪২ নম্বরে।
সিঙ্গাপুরের জন্য করা তালিকায় আজিজ খানের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের বিলিয়নিয়ারের (শতকোটিপতি) তালিকায় তার স্থান দেখানো হয়েছে দুই হাজার ৭৯০তম।
প্রতিবেদনে বলা হয়, তার সম্পদের উৎস বিদ্যুৎ খাতে বিনিয়োগ। ২০১৯ সালে আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন।
বাংলাদেশি নাগরিক ৭০ বছর বয়সী আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতের ব্যবসা আছে সামিট গ্রুপের এবং তাদের সব সম্পদ বাংলাদেশেই রয়েছে।
সামিটের অধীন বাংলাদেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। মার্কিন এ সাময়িকীর তালিকায় আজিজ খানের যে পরিচিতি দেয়া হয়েছে, তাতে বলা হয়েছে, তিনি তিন সন্তানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (আইবিএ) তিনি এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য