প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

তারেক রহমান আরেক জিয়াউর রহমান: প্রিন্স

৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১:৫০

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে এবং দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে।

তিনি বলেন, বিএনপি এবং জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। ৪৭ বছরে আপামর জনসাধারণের ভালোবাসা, আস্থা, বিশ্বাসে সিক্ত হলেও শেখ হাসিনা, এরশাদসহ আধিপত্যবাদী শক্তি বিএনপি ও জিয়া পরিবারকে বার বার ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু জনগণ ততবারই বিএনপি ও জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে , শক্তি ও সাহস জুগিয়েছে, রক্ষা করেছে। 

তিনি আরও বলেন, বিএনপি ও জিয়া পরিবার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে ওইসব অপশক্তিকে পরাজিত করেছে। তারেক রহমানের দুচোখ ভরা স্বপ্ন, দৃষ্টি জুড়ে বাংলাদেশ, বুক ভরা আশা।  জনগণের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান, উন্নত ও নিরাপদ জীবন, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা তার লক্ষ্য। 

বিএনপির এ নেতা বলেন, বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ও পরামর্শে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শহীদ জিয়ার নীতি ও আদর্শে আগামীর বিএনপি সরকার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বৈষম্যহীন সাম্য ও মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক রাষ্ট্র গঠন করবে। 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় ও আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল হালুয়াঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে গারো সম্প্রদায়ের মহিলাদের অংশগ্রহণ সবার দৃষ্টিগোচর হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য