১৫ টাকার এএসএসপি প্যাকেজে বাজারে এলো কোক জিরো ও স্প্রাইট জিরো

৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৩:১৭

ছবি: সংগৃহীত

অ্যাফোর্ডেবল স্মল স্পার্কলিং প্যাকেজের (এএসএসপি) ২৫০ মি.লি. বোতলে কোক জিরো ও স্প্রাইট জিরো বাজারে এনেছে কোকা-কোলা। এর আগে প্রতিষ্ঠানটি একই এএসএসপি প্যাকেজে ২৫০ মি.লি. কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টা বাজারে এনেছিল। এসকল এএসএসপি বোতলগুলো প্রস্তুত করেছে কোকা-কোলার বোতলজাতকারী প্রতিষ্ঠান কোকা কোলা আইসেক (সিসিআই)। কোক জিরো ও স্প্রাইট জিরোর এই নতুন বোতলগুলো এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

ক্যালরি ফ্রি এই প্রিমিয়াম পানীয়গুলো ভোক্তাদের সাধ্যের মধ্যে রাখতে বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে কোকা-কোলা বাংলাদেশের চলমান যাত্রায় এএসএসপি বোতলের এই সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এএসএসপি বেভারেজ শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বর্তমান সময়ের মূল্য সচেতন ও দায়িত্বশীল ভোক্তাদের পরিবর্তিত রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই এই বিশেষ প্যাকেজিং নিয়ে আসা হয়েছে। ছোট আকারের এই বোতল পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও স্বাদ বজায় রেখে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে পছন্দের পানীয় উপভোগের সুযোগ দেয়। কোকা-কোলার হাত ধরে ২০২১ সালে বাংলাদেশে প্রথম চালু হওয়ার পর, কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টার ২৫০ মি.লি. ও ৪০০ মি.লি. এর বোতলেও এএসএসপি প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

কোকা-কোলা আইসেকের (সিসিআই) ব্যবস্থাপনা পরিচালক শাদাব বলেন, “বাংলাদেশের সকল ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমাদের পণ্যগুলো তাদের নিকট সহজলভ্য করতে কোকা-কোলা আইসেক প্রতিশ্রুতিবদ্ধ। কোক জিরো ও স্প্রাইট জিরো এখন ২৫০ মি.লি. এএসএসপি ফরম্যাটে পাওয়া যাচ্ছে। এর ফলে আরও বেশি মানুষ সুবিধাজনক আকারে, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব বোতলে তাঁদের পছন্দের পানীয় উপভোগ করতে পারবেন। কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করে দেশের বিভিন্ন দোকান, ই-অ্যান্ড-ডি আউটলেট ও অন্যান্য বিক্রয়কেন্দ্রে এই নতুন বিকল্পগুলো পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।”

এএসএসপি প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে খুব অল্প পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হয়। ফলে এটি পরিবেশবান্ধব। উন্নত প্যাকেজিং প্রযুক্তি পানীয়ের চিরাচরিত স্বাদ ও সতেজতা দীর্ঘ সময় ধরে অটুট রাখে। আধুনিক জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা এই বোতল হালকা, সহজে বহন ও ব্যবহার করা যায়। পাশাপাশি ১৫ টাকার প্রমোশনাল মূল্য বড় সংখ্যায় ভোক্তাদের আকর্ষণ করবে ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোক্তাদের চাহিদা পূরণ করবে।

কোক জিরো ও স্প্রাইট জিরো এএসএসপি ফরম্যাটে এখন দেশজুড়ে বিভিন্ন মুদি দোকান ও স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য