প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

৫ মাসে হাফেজ হল ৭ বছরের শিশু আল-মামুন

৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৭:১৭

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ৭ বছর বয়সী এক শিশু। মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কোরআন হিফজ (মুখস্থ) করে তাক লাগিয়েছে আব্দুল আল-মামুন নামের এই শিশু হাফেজ।

আল-মামুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর জামিয়াতুস্ সুন্নাহ হাফিজিয়া কওমিয়া মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি জেলার শ্রীফলগাতি গ্রামে। সে প্রবাসী রাসেলের ছেলে।

আল-মামুনের শিক্ষক মুফতি ইব্রাহিম জানান, “ছেলেটি অত্যন্ত মেধাবী ও মনোযোগী। মাত্র এক বছর আগে আমাদের মাদরাসায় ভর্তি হয়। কিন্তু গত ৫ মাসে সে পুরো কোরআন মুখস্থ করেছে, যা সত্যিই অসাধারণ।”

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ আবু তাহের বলেন, “আল-মামুনের এই অর্জন আমাদের জন্য গর্বের। তার মধ্যে একটা আলাদা ইচ্ছাশক্তি ও অধ্যবসায় আছে। পাঁচ মাসে হিফজ সম্পন্ন করে সে আমাদের মাদরাসার মুখ উজ্জ্বল করেছে।”

তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আল-মামুনকে বড় আলেম বানান, এবং ইসলামের সেবা করার তৌফিক দান করেন।”

আল-মামুনের এ সাফল্যে পরিবার, শিক্ষক, মাদরাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়ভাবে তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য