ইস্টার্ন ইউনিভার্সিটি ও উজবেকিস্তানের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে উজবেকিস্তানের সামারকান্দ স্টেট আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন ইউনিভার্সিটির সঙ্গে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইইউ ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী ইইউ এর পক্ষে এবং মি. ফারহান কারা সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টরের উপদেষ্টা উক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. চিগদেম কানবাই তুর্কইলমাজ এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এমরাহ তুর্কইলমাজ (তুরস্ক)।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর মধ্যে রয়েছে যৌথ তত্ত্বাবধায়নে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইন্টার্নশিপ সুবিধা, যৌথ গবেষণা কার্যক্রম এবং সেমিনার ও কর্মশালার আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং যৌথ সার্টিফিকেট কোর্স চালুসহ বিভিন্ন সুযোগ সুবিধা।
এ সমঝোতা স্মারক ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানগন এবং বিভিন্ন শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য