চাঁদপুরে জনতা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
জনতা ব্যাংক পিএলসির চাঁদপুর এরিয়ার অর্ধবার্ষিক ব্যবসায়িক ব্যবস্থাপক সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী।
চাঁদপুর এরিয়া অফিসের জিজিএম জি. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এরিয়া অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। একই দিনে শাখা ব্যবস্থাপকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর কো-অপারেটিভ শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মজিবর রহমান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য