প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মা-বাবা গেলেন চিকিৎসকের কাছে, পানিতে ডুবে প্রাণ গেল একমাত্র সন্তানের

৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২:৫২

ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে নানার বাড়িতে পানিতে ডুবে মো. জিসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট বাজারসংলগ্ন মহিজল সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জিসান আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইফুল্লাহ ডাক্তার বাড়ির হোমিও চিকিৎসক মো. মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসানকে নানার বাড়িতে রেখে তার বাবা-মা মাইজদীতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। জিসানের নানা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। নানার বাড়ির লোকজনের অগোচরে জিসান পানিতে ডুবে প্রাণ হারায়। খবরটি শুনে জিসানের বাবা-মা দ্রুত হাসপাতাল থেকে চলে আসেন।

স্থানীয় বাসিন্দা মো. মামুনুর রশীদ বলেন, মাহমুদের একমাত্র ছেলে জিসান। তিনি আমাদের বাজারের হোমিও চিকিৎসক। স্ত্রীকে ডাক্তার দেখাবেন বলে তিনি জিসানকে নানার বাড়িতে রেখে মাইজদী যায়। খেলতে খেলতে হঠাৎ পুকুরে পড়ে যায় জিসান। পরিবারের কেউ টের পাওয়ার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবরটি শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছেই আছে। চার বছরের নিষ্পাপ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য