বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ণ
 

টি-টোয়েন্টিতে রশিদ খানের বিশ্বরেকর্ড

২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৬:১১
ছবি: সংগৃহীত

এবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচের সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে ২১ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন রশিদ খান। সেই সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটে ইতিহাস গড়েছেন এই আফগান তারকা।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের চেয়ারটা এতদিন ছিল টিম সাউদির দখলে। ১৬২টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রশিদ খান। এবার সাউদিকে টপকে গেছেন তিনি। ৩ উইকেট নেওয়ার পর তার বর্তমান উইকেট সংখ্যা ১৬৫।

রশিদ খানের এই কীর্তি গড়ার দিনে জয় পেয়েছে তার দল। শুরুতে ব্যাট করে আফগানিস্তান ১৮৮ রানের পাহাড় গড়েছিল। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাত। 

রশিদ খান আর টিম সাউদি বাদে এই তালিকার শীর্ষ পাঁচে আছেন দুই বাংলাদেশি। একজন সাকিব আল হাসান, যার দখলে অনেক দিন ধরে ছিল এই রেকর্ডটা। তার উইকেটসংখ্যা ১৪৯টি। অন্যজন মোস্তাফিজুর রহমান। তিনি ধীরে ধীরে সাকিবকে টপকে যাওয়ার পথে আছেন, তার উইকেট ১৪২টি। 

সাকিব মোস্তাফিজের ওপরে, এই তালিকার তিনে আছেন আরও এক নিউজিল্যান্ড বোলার। কিউই লেগ স্পিনার ইশ সোধির উইকেটসংখ্যা ১৫০টি। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD