জরুরি অবস্থার সম্ভাবনার বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা

দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার নিয়ে দলগুলোর মতবিরোধ থাকতে পারে, তবে এটা ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এর আগেও খারাপ হয়েছে। এখন যে পরিস্থিতি সেটাও ভালো হয়ে যাবে। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝেমাঝেই দেখা করেন। রাষ্ট্রপতির সাথে এর আগেও দেখা করেছেন। এ বিষয় নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি। সেনাপ্রধান মাঝেমধ্যেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে। দেশে জরুরি অবস্থার বিষয়টি গুজব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান দেখা করার বিষয়ে তিনি বলেন, এমন কিছু জানা নেই, তবে এখন পর্যন্ত এটি গুজব।
এদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য