মঙ্গলবার ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ণ
 

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৪:৩২
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ২১ আগস্ট সরকারি সফরে চীন যান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ২৮ আগস্ট রাতে দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে সেনাপ্রধান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা ও সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

২২ আগস্ট সেনাপ্রধান পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তী সময়ে জেনারেল চেন হুইর সঙ্গে সাক্ষাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বাংলাদেশের সামরিক শিল্প উন্নয়নে সহায়তা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ২৩ আগস্ট তিনি চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সেসের প্রশিক্ষণ সুবিধা ও সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD