শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম

১ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৫:০৭
ফাইল ছবি

নাটক, সিনেমা, নৃত্য কিংবা উপস্থাপনা—সবখানেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। পর্দায় এই লাস্যময়ী অভিনেত্রীকে পছন্দ করেন না—এমন দর্শক পাওয়া কঠিন। তবে নিজের শিক্ষাজীবনে বুয়েটে তিনি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা গল্প শেয়ার করেন অপি। সেখানে তিনি বলেন, ‘‘বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার ঠিক উল্টো দিক থেকে বুয়েটের বাস ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বুয়েটের বাসটা ভরাট হয়ে থাকত। আমাকে কেউ কোনো দিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।’’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘বুয়েটে ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির-যত্ন করত। কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।’

যদিও বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। বরং অপি করিম জানান, ‘এটা আমার দরকারও ছিল। যার ফলে কখনও মনে হয়নি যে সবাই আমাকে অ্যাটেনশন দিচ্ছে।’

অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার সেকশনে নিজের ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘সবাই আমাকে রাগী ভাবে। তবে আমি আত্মভোলা। খাবারের মধ্যে সাদা পোলাও আমার প্রিয়, আসলে সব ধরনের খাবারই খেতে ভালোবাসি।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD