আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০

আফগানিস্তানেরউত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫০০ জনছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত১হাজার জন।এমনপরিস্থিতিতে হেলিকপ্টারদিয়ে আহতদের উদ্ধার কাজ চলছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থারয়টার্স
তবে কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও সরকারিভাবে মৃতের সংখ্যা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তি স্থল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে আরও তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যারমাত্রা৪.৫থেকে৫.২।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিক খবরে কেবলএকটিগ্রামে ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, লাঘমানে ৮০ জন এবং নানগারহার প্রদেশে ৩৩০ জন আহত হয়েছেন। কুনার প্রদেশে হতাহতের সংখ্যা আরও বেশি।
কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে অনেক দূরবর্তী এলাকায় এখনো তথ্য পাওয়া যায়নি। ভূমিধসের কারণে কিছু এলাকায় উদ্ধারকারী দলের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।
অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। কেন্দ্র ও পার্শ্ববর্তী প্রদেশ থেকেও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তালেবান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারকাজে নিযুক্ত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য