মঙ্গলবার ২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৩ অপরাহ্ণ
 

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

১ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩২:০৭
ফাইল ছবি

টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার উপাধিধারী এই পেসার নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ম্যাচ জিতে দেশের হয়ে ৫৩তম জয় উদযাপন করেছেন। এর মাধ্যমে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অভিষেক হওয়া মুস্তাফিজ এখন পর্যন্ত বাংলাদেশ জার্সিতে খেলেছেন ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৫৩টিতে, হার ৫৭টিতে। এতেই জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কীর্তি এখন মুস্তাফিজের ঝুলিতে।

এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ১২৯ ম্যাচে ৫২ জয়ের স্বাদ পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য জয় সংখ্যায় এগিয়ে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৫৯ ম্যাচ খেলে ১০৯ জয় তার ঝুলিতে। আর কারোই ক্রিকেটের ছোট ফরম্যাটে ১০০ জয় নেই। দ্বিতীয় স্থানে পাকিস্তানের শোয়েব মালিক (৮৬ জয়), এরপর রয়েছেন বিরাট কোহলি (৮২), হার্দিক পান্ডিয়া (৮১) ও মোহাম্মদ নবী (৮০)।

ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি জয় পাওয়া ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কাইরন পোলার্ড। ৭১৩ ম্যাচে তার জয় ৩৮৭টি। এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সাকিব আল হাসান, ৪৫৮ ম্যাচে জয় ২৩৫। দ্বিতীয় স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ, ১৫৮ জয় নিয়ে।

বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বাধিক জয়ী ক্রিকেটারদের তালিকা এখন এ রকম-

মুস্তাফিজুর রহমান: ১১২ ম্যাচে ৫৩ জয়।
সাকিব আল হাসান: ১২৯ ম্যাচে ৫২ জয়।
লিটন দাস: ১০৮ ম্যাচে ৪৯ জয়।
মাহমুদউল্লাহ রিয়াদ: ১৪১ ম্যাচে ৪৯ জয়।
মুশফিকুর রহিম: ৯৯ ম্যাচে ৩৭ জয়।
তামিম ইকবাল: ৭৪ ম্যাচে ২৩ জয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD