শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ণ

নাভারনে যশোর-বেনাপোল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের অভিযান

৩১ আগস্ট, ২০২৫ ১২:৫৮:৫৪
ছবি প্রতিনিধি, সংবাদবেলা

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা-নাভারন অংশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো যানজট ও দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিল এবং নাভারন বাজার এলাকায় রাস্তার পাশে থ্রি-হুইলার, ভ্যান ও অটোরিকশা দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় চলাচলে বিঘ্ন ঘটছিল। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি রোকনুজ্জামান বলেন, “যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মহাসড়ককে দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই ওবায়দুর, এএসআই ইউসুফ, কনস্টেবল সরোয়ার, তানভীর, হাসিদুল, সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD