নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া দ্বিতীয় দফা সংঘর্ষে তিনি আহত হন। পরে রাত পৌনে ১১টার দিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সাংবাদিকদের জানান, নুরের অবস্থা আশঙ্কাজনক।
রাশেদ খাঁন বলেন, “হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ। তার হাত ভেঙে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। বাঁচবেন কি না, সেটা বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, সংঘর্ষে তিনি নিজেও আহত হয়েছেন এবং তাদের শতাধিক নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন।
ঘটনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপার নেতাকর্মীদের সরে যেতে বাধ্য করে। পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতাদেরও ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ দেয়। তবে নির্দেশ অমান্য করলে ব্যাপক লাঠিচার্জ হয়। এতে নুরসহ আরও অনেকেই আহত হন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য