দেশের জন্য সব ছেড়ে এসেছি: বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত
চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে বিসিবির হাল ধরেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন দেশের ক্রিকেটের উন্নয়নে। তবে বোর্ডের চলতি পরিচালনা পর্ষদের খুব বেশি দিন মেয়াদ নেই। যে কারণে আলোচনায় পরবর্তী নির্বাচন নিয়ে।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হবে নির্বাচন। অনেকের মনে প্রশ্ন, বুলবুল বিসিবির পরবর্তী নির্বাচনে কি থাকবেন? সুযোগ পেলে দেশের স্বার্থে আবারও বিসিবির নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। তবে সিদ্ধান্তটা পুরোপুরি তার হাতে নেই বলেও জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে। দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল, সব ছেড়ে এসেছি দেশের জন্য। যতদিন সম্ভব, ততদিন কাজ করে যাব। এর পরের বিষয়গুলো আমার হাতে নেই।’
বিসিবির পরিচালনা পর্ষদে দুজন বোর্ড পরিচালক বেছে নেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে। বর্তমানে বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম এনএসসি মনোনীত দুই বোর্ড পরিচালক। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির পুরনো সভাপতি ও কিছু পরিচালক পদত্যাগ করলে, নতুন করে এনএসসি থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়। এরপরই সভাপতির দায়িত্ব পান বুলবুল।
সে প্রসঙ্গ টেনে এনে বুলবুল বলেন, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে, তারপর নতুন বোর্ড গঠিত হলে সেখানকার পরিচালকরা প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এটা এখন অনেক দূরের কথা। আপাতত আমি আমার বর্তমান কাজেই মনোযোগ দিচ্ছি।’
তার মানে বুলবুলের আবারও বিসিবি সভাপতি হতে হলে পাড়ি দিতে হবে দুটি ধাপ। প্রথমত, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করতে হবে। এরপর পরিচালকদের ভোটে নির্বাচিত হতে হবে সভাপতি হিসেবে। শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের প্রধান কর্তা কে হন, সেটাই এখন দেখার বিষয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য