প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারেনি অ্যান্টিগা

২৮ আগস্ট ২০২৫, ৪:২৯:২৭

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথমবারের মতো ৪ ওভার বল করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এতে তিনি উইকেট তুলেন মাত্র একটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ম্যাচেই প্রথমবার পূর্ণ বোলিং কোটা পূরণের সুযোগ পান সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে পাওয়ার প্লেতে নেন একটি উইকেটও। যদিও শেষ পর্যন্ত ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জিততে পারেনি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

আগের ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোলিং কোটা পূরণ করা হয়নি তখন।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে অ্যান্টিগার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৬ রান। রান তাড়ায় ১৮.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের দুয়ারে পৌঁছে যায় ত্রিনবাগো। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় সাকিবরা। প্রথম ওভারেই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। ৩ উইকেটে দলীয় রান যখন ৪৬, তখন পাঁচ নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে যান ৩৮ বছর বয়সী সাকিব। প্রথম বলেই ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পান এ বাঁহাতি ব্যাটার। পরে একটুর জন্য রক্ষা পান রান আউট হওয়া থেকে। কিছুক্ষণ পর আকিল হোসেনের বলে রিভার্স সুইপে আরেকটি বাউন্ডারি বের করেন সাকিব। শেষ পর্যন্ত এ বাঁহাতি স্পিনারের পরের ওভারেই সীমানায় সুনিল নারাইনের হাতে ধরা পড়ে শেষ হয় তার ১৪ বলে ১৩ রানের ইনিংস। শেষ দিকে অধিনায়ক ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে দলীয় রানের খাতা আরেকটু বড় হয়। দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন জুয়েল অ্যান্ড্রু।

রান তাড়ায় চতুর্থ ওভারে আনা হয় সাকিবকে। দলের প্রথম ব্রেক-থ্রু এনে দেন এ বাঁহাতি স্পিনারই। তৃতীয় বলে ব্যক্তিগত ৯ রানে ফেরান ওপেনার কলিন মানরোকে। প্রথম ওভারে চার রানের খরচের পর পাওয়ার প্লেতে আরেকটি ওভারে সাকিব রান দেন ১০। নিজের পরের দুই ওভারে দেন ১১ রান। এদিন দলের দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি রেট সাকিবেরই (৬.২৫)। যদিও দ্বিতীয় উইকেটেই ম্যাচ কার্যত শেষ করে দেন অ্যালেক্স হেলস ও কেসি কার্টি। ৮৭ রানের সে জুটি ভাঙে কার্টি (৬০) ফিরলে। ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন হেলস।

যদিও এ হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্টে তালিকার সবার উপরে সাকিবের অ্যান্টিগাই। পরবর্তী ম্যাচে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হবে সাকিবরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য