ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পের জার্সি উন্মোচন

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বুলডোজার প্রেজেন্টস সিএফসি ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প- সিজন ১ এর টিম ড্র, থিম সং ও অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান। সোমবার রাজধানীর আগারগাঁও-এর স্মার্ট টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪ টি দলের মধ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম।
অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন এডাস্ট স্পোর্টস কমিটির আহ্বায়ক মো: ওহিদুল ইসলাম ও মেম্বার সেক্রেটারি মো: ফয়জুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিএফসি ক্যাম্পাস এম্বাসেডর হৃদয় আহমেদ।
টুর্নামেন্টে ৮টি গ্রুপের মধ্যে গ্ৰুপ-সি এ প্রতিদ্বন্দ্বিতা করবে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি।
এক্টিভ+ এর পরিচালনায় টুর্নামেন্টটি আয়োজন করছে টিকিটো। এই আয়োজনটি সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে ফুটসাল খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং শিক্ষার্থীদের মধ্যে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে একটি বড় পদক্ষেপ বলে মনে করেন আয়োজকরা।
অনুষ্ঠানে আয়োজকরা তাদের সম্মানিত সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের মধ্যে রয়েছে- Uttara Motors Ltd., GIGABYTE, MICRO, Shah Sports Bangladesh, Amara Global Education, Step Footwear, Level Five, Bangladesh Football Live, One Percent, Radio Shadhin 92.4 FM, এবং Kaler Kantho।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য