থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, রাজনীতিতে নতুন বিতর্ক

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি অনুষ্ঠিত টিভিকের এক সমাবেশে তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করেছে।
অভিযোগে বলা হয়েছে, সমাবেশে উপস্থিত শরৎকুমার নামে এক ব্যক্তি বিজয়ের দেহরক্ষীদের হাতে নির্যাতনের শিকার হন। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা করে।
সিনেমার বাইরেও রাজনৈতিক অঙ্গনে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন বিজয়। ২০২৪ সালে গড়া নিজের রাজনৈতিক দল টিভিকেকে নিয়ে তিনি ইতোমধ্যে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। চলতি মাসেই তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাজ্যের ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগমের (ডিএমকে) সঙ্গে সরাসরি লড়াই করবেন।
মাদুরাইয়ে অনুষ্ঠিত টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় স্পষ্ট করে বলেন, ডিএমকে হবে তাদের মূল প্রতিদ্বন্দ্বী, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি হলো টিভিকের একমাত্র “আদর্শগত শত্রু”। তার বক্তব্যে তিনি জানান, টিভিকে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আদর্শ—যা আপসহীন, স্বচ্ছ এবং ক্ষমতাসীনদের জন্য এক সতর্কবার্তা।
সমাবেশে বিপুল জনসমাগম রাজনৈতিক বিশ্লেষকদের মনে করিয়ে দিয়েছে ১৯৬৭ ও ১৯৭৭ সালের ঐতিহাসিক জনসমাবেশের কথা, যখন সি.এন. আন্নাদুরাই ও এম.জি. রামাচন্দ্রনের নেতৃত্বে নতুন দল ক্ষমতায় আসে।
তবে রাজনীতিতে নবাগত এই তারকা এখনও অভিযাত্রার শুরুতে। তবু সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে সরকারের কঠোর সমালোচনা, শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিভু দ্বীপ পুনর্দখলের প্রতিশ্রুতি এবং তামিল জেলেদের সুরক্ষা নিশ্চিতের ঘোষণা তাকে দ্রুত জনআলোচনায় নিয়ে এসেছে।
সিনেমার পর্দার মতোই রাজনীতির মঞ্চেও থালাপতি বিজয়ের উপস্থিতি এখন দক্ষিণ ভারতের আলোচিত শক্তি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য