ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা; ইবিতে বিক্ষোভ

মানিক হোসেন, ইবি: ঢাকায় প্রকৌশলীদের অধিকার নিশ্চিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পার হয়ে গেল সরকার স্বৈরাচারের বিচার করতে পারলো না। অথচ যেই ছাত্রদের রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে সেই ছাত্রদেরকে আবার রক্তাক্ত করা হলো। আমাদের তিন দফা দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টাকে এই হামলার জন্য জবাবদিহি করতে হবে।
শিক্ষার্থীরা আরো বলেন, একদিকে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে, অন্যদিকে ডিপ্লোমারা আবার কোটা রেখে দেয়ার জন্য গাজীপুরে সড়ক অবরোধ করতেছে। যদি কোটা রাখতেই হয় তাহলে চব্বিশের গণঅভ্যুত্থান কেন হয়েছিল। যেভাবেই হোক এই কোটা প্রথা বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের ন্যায্য তিন দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানাই। তিন দফা দাবি ও হামলার বিচার না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।
তিন দফা দাবিগুলো হলো, সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবলমাত্র ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি গ্র্যাজুয়েটদের সুযোগ রাখতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না—এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য