বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ণ
 

এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

২৭ আগস্ট, ২০২৫ ১১:৪৫:৩৫
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ধাক্কা খেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের। চারজনই দুই ধাপ করে পিছিয়েছেন।

মিরাজের আগের অবস্থান ছিল ৭০তম। তবে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছেন ৭২ নম্বরে। লিটন দাস ৪৪৬ পয়েন্ট নিয়ে ৭৯তম, সৌম্য সরকার ৪৩৭ পয়েন্ট নিয়ে ৮৭তম, একই পয়েন্টে আছেন তানজিদ হাসান তামিমও।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। সাবেক অধিনায়ক বর্তমানে ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন। এছাড়া সেরা একশ’তে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিন অস্ট্রেলিয়ান ব্যাটার। ট্রাভিস হেড ১০৩ বলে ১৪২ রান করে এক ধাপ এগিয়ে ১১তম হয়েছেন (৬৬৯ পয়েন্ট)। মিচেল মার্শের ১০৬ বলে ১০০ রানের ইনিংসে তিনি চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৪তম স্থানে।

সবচেয়ে বড় উন্নতি হয়েছে ক্যামেরন গ্রিনের। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এর ফলে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে যৌথভাবে ৭৮তম স্থানে উঠে এসেছেন গ্রিন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD