মঙ্গলবার ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ অপরাহ্ণ
 

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’- আদালতে রিয়াদ

২৭ আগস্ট, ২০২৫ ১১:২৯:৫৮
ছবি: সংগৃহীত

এবার আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের কাছে ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

পরে আদালত কক্ষ থেকে বেরিয়ে রিয়াদ বলেন, আমরা যদি অপরাধ করে থাকি, বাদীদের আমার সামনে হাজির করা হোক। বলুক যে এই ছেলে আমার কাছে টাকা চেয়েছে। আন্দোলন পরবর্তী সময়ে আমার পরিবার কি বাড়ি করতে পারে নাহ। আমাদের কুত্তার মতো পেটায়। নিচে ফালাইয়া পাড়ায়। এ দেশের জন্য যুদ্ধ করা কি আমাদের অপরাধ ছিল? আদালতে এই আইনজীবী, ওই আইনজীবী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবে। আমাদের একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হয়রানি করার জন্য।

এর আগে, আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে আদালতে হাজির করে ৫ কোটি টাকা চাঁদার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর নাজমুল জান্নাত শাহ। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রিয়াদের পক্ষে আক্তার হোসেন ভূঁইয়া এবং ইব্রাহিম হোসেনের পক্ষে আব্দুল্লাহ আল ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর দুই আসামির পক্ষে আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ডের আদেশ দেন।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন গণমাধ্যমে বলেন, গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজ শ্রেণির উদ্ভব হয়েছে। আইনের কাছে সবাই সমান। আনিসুল হক-পলকরা যেমন আইনের আওতায় গেছে, চাঁদাবাজদেরও বিচার হবে।

এদিকে এরআগে সমন্বয়ক পরিচয়ে গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে রিয়াদসহ বাকি আসামিরা কারাগারে ছিলেন।

এছাড়া আবুল কালাম আজাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ গত ১ অগাস্ট তার শ্যালক সাইফুল ইসলাম তেজগাঁও থানায় মামলা করেন। মামলা থেকে জানা যায়, আবুল কালাম আজাদের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে। গত ২৬ জুন বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে রিয়াদসহ অপরাপর আসামিরা তেজগাঁও থানাধীন এলাকায় তার অফিসে গিয়ে খুন জখমের হুমকি দিয়ে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা প্রদান করতে অস্বীকৃতি জানালে তাকে শেখ হাসিনার দোসর উল্লেখ করে সেনাবাহিনী দিয়ে তাকে গ্রেপ্তার এবং মব সৃষ্টি করে রাস্তায় নামিয়ে বেইজ্জতির হুমকি দেয়। তারপর তারা মব সৃষ্টি করে আবুল কালাম আজাদের অফিসের ড্রয়ার খুলে ১১টি চেকের মাধ্যমে ৫ কোটি টাকা চেকক স্বাক্ষর করিয়ে নেয়। এরপর রিয়াদ আবুল কালাম আজাদকে ফোন করে হুমকি দিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করতে বলে। না হলে পুলিশ নিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD