
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মানিক হোসেন, ইবি: ভিসেরা রিপোর্ট অনুযায়ী, গত জুলাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে। এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শাখা ছাত্রদল। একই ঘটনায় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থী।
বুধবার (২৭ আগস্ট) পৌনে ২টায় অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম ও সংগঠনটির সদস্য রাফিজ আহনেদ, নুর উদ্দিনসহ কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুক্তাদির রহমান, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস হোসাইনসহ শতাধিক নেতা-কর্মী।
সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাজিদ আব্দুল্লাহর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত খুনিদের এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন। কেন এবং কীভাবে সাজিদকে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপও দেখা যাচ্ছে না। যদি সাজিদ হত্যার বিচার না হয়, তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ কঠোর আন্দোলনের প্রস্তুতি নেবে। অতীতের ১৭ জন ফ্যাসিবাদী শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি আরও অনেকের বিচার হওয়া উচিত। যারা সেই সময় ছাত্রদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। প্রশাসন যদি অবিলম্বে এসব ফ্যাসিবাদী শিক্ষক-কর্মচারীদের বহিষ্কার করে আইনের আওতায় না আনে, তাহলে শিক্ষার্থীরা আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তুলবে।”
সংগঠনটির আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, “সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি ও সংশ্লিষ্ট থানার ওসিদের সঙ্গে কথা বলেছি। প্রশাসন জানিয়েছেন, তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা প্রশাসনকে বিশ্বাস করি, আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন। এছাড়া এর আগেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ও প্রধান ফটক অবরোধ করে কয়েকদফা আন্দোলন করেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য